|
Date: 2023-07-22 15:26:22 |
কক্সবাজারের উখিয়ার কুতুপালং কালমারছড়া গহীন পাহাড়ে মাটি চাপা অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজাপালং ৯ নম্বর ওয়ার্ডের ক্যাম্প-৪ এক্সটেনশনে কাটা তারের বাহিরে কালমারছড়া গহীন পাহাড় থেকে লাশ উদ্ধার করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৪ এক্সটেনশনের বাহিরে কালমারছড়া গহীন পাহাড়ে এক অজ্ঞাত লাশ মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছিদ্দিক নামক এক ব্যক্তি মাঠ থেকে গরু আনতে গিয়ে মাটি চাপা দেওয়া লাশের হাত দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে জানালে স্থানীয় লোকজন উখিয়া থানা পুলিশকে অবহিত করেন। পরে উখিয়া থানার এসআই আব্দুল ওয়াহেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে, লাশটি উদ্ধার করে পুলিশ।
ধারনা করা হচ্ছে আনুমানিক ৭/৮ দিন পূর্বে ভিকটিমকে মেরে লাশ মাটি চাপা দেওয়া হয়। অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করতে পিবিআই ও সিআইডির টিম কাজ করছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, কালমারছড়া গহীন পাহাড় এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো লাশটি পরিচয় পাওয়া যায়নি।
© Deshchitro 2024