বাগেরহাটের  মোরেলগঞ্জে পঞ্চম শ্রেণির  ছাত্রী  স্নেহা (১০) ডায়াবেটিস জনিত কারণে আজ ভোর রাত ৪ টার সময় খুলনা গাজী মেডিকেল হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্নেহা মোরেলগঞ্জ সরকারি  মডেল প্রাথমিক  বিদ্যালয়ের  ছাত্রী। স্নেহার বাবা  পলাশ সাহা শরণখোলা সরকারি কলেজের শিক্ষক ।  
স্নেহার বাবা জানান, শুক্রবার হঠাৎ  করে স্নেহা অসুস্থ হয়ে গেলে প্রথমে শিশু বিশেষজ্ঞ  ডাক্তার মনোজ কুমার মালাকারকে দেখান।  সেখানে পরীক্ষা করে ডায়াবেটিস  ধরা পড়ে তার।  পরবর্তীতে ডাক্তার মনোজ কুমার মালাকারের পরমর্শে  উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যান এবং  স্নেহাকে খুলনায় গাজী মেডিকেল হাসপাতালে ভর্তি  করেন। সেখানে পরীক্ষায় স্নেহার ডায়াবেটিসের মাত্রা ১৮ ধরা পড়ে  বলেও কলেজ শিক্ষক পলাশ সাহা জানান। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায়  আজ ভোর ৪ টার সময় স্নেহা এ পৃথিবী  ছেড়ে চলে যার বলে ক্রন্দনরত কন্ঠে জানান।
এদিকে, মেধাবী ফুটফুটে  চঞ্চল স্নেহার এই অকাল অনাকাঙ্ক্ষিত  মৃত্যুতে স্নেহার শিক্ষক,  সহপাঠী, আত্মীয়-স্বজন সহ মোরেলগঞ্জে  সর্বত্র  শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে  বিভিন্ন  ব্যক্তিবর্গ  এ মর্মান্তিক ও দুঃখজনক ঘটনায় শোকবার্তা দিয়েছেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024