|
Date: 2023-07-23 01:51:43 |
ভালোবাসার কঙ্কাল
ইমন হাওলাদার
----------
ভালোবাসতে মন লাগে
লাগে না টাকা।
টাকা এত দুদিন পরে ফাঁকা।
হায়রে টাকা!
পশু পাখির ভালোবাসা
আজও খাটি।
তারা একে অন্যের
ভালোবাসাকে করেনি মাটি।
যা করেছে সবই
মোদের মানুষ জাতি।
স্বার্থের বাহিরে কেউ
দেখে না পা ফেলে হাটি।
ওহে মানুষ জাতি।
তোমার থেকে পশু ভালো
তুমি নও তো খাটি।
ওহে মানুষ জাতি।
© Deshchitro 2024