|
Date: 2023-07-23 01:56:44 |
বাবা মানে মাথার উপর বটবৃক্ষের ছায়া!
বাবা মানে অন্ধকারে এক আলোক বর্তিকা!
বাবা মানে হাসি খুশির আড্ডা খানা!
বাবা মানে বিপদের দিনে সঙ্গী হয়ে থাকা!
আমার উপর আসুক যতো ঝড়,ঝাপটা,
ভয়ংকর কালো থাবা হাতিয়ার হয়ে যিনি
এসেছেন তিনি তিনি হলেন বাবা!
কোনটা সত্য, কোনটা মিথ্যে কোনটা সঠিক আলো,
বাবা আমায় শিখিয়ে দিতেন কোনটা খারাপ,
আর ভালো।
তুমি সাহস, তুমি অহংকার, তুমি ভালোবাসা,
তোমার কথা কানে বাজলে হয়ে যাই
আনন্দে আত্মহারা।
বাব নামে এতো মধু পাইনি আর কোথায়,
খুজে ফিরে নামের মধু পাই যে বাবা নামে।
বাবা তোমায় কখনো বলা হয়নি সেই মধুর শব্দটা,
আজ খুব বলতে ইচ্ছে হচ্ছে বাবা তোমায় অনেক বাসি আমি ভলো।
লেখক: তামিম হোসেন
শিক্ষার্থী, ঢাকা কলেজ
© Deshchitro 2024