|
Date: 2023-07-23 04:28:44 |
কক্সবাজার উখিয়া উপজেলার কোটবাজার মেগামার্ট শো-রুমে ঈদ বিক্রয় উৎসব লাকী কুপন ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
শুক্রবার ( ২২ জুলাই) বিকেলে কোটবাজার স্টেশনের হক মার্কেটের দ্বিতীয় তলায় মেগামার্ট শো রুমে অনুষ্ঠিত লাকী কুপন ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার মেগামার্টের স্বত্বাধিকারী জহিরুল হক,কোটবাজার মেগামার্টের স্বত্বাধিকারী মোহাম্মদ আয়ুব , উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, কোট বাজার দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ খোরশেদ বাবুল, উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, কোট বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান, মিষ্টি মেলা কনফেকশনারি স্বত্বাধিকারী মোহাম্মদ আলী জিয়া, রাজনৈতিক নেতা আবুল আলা চৌধুরী সহ গণমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ।
লাকী কুপন ড্র অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন ১ম পুরস্কার একটি ফ্রিজ পাওয়া ক্রেতার মোবাইল নম্বর ০১৮৪৫৪০৭০৪৮, ২য় পুরস্কার ১টি ওয়াশিং মেশিন পাওয়া ক্রেতার মোবাইল নম্বর ০১৮৩০২৯১৪৪৭ ও ৩য় পুরস্কার ১ টি ২৪ ইঞ্চি এলইডি টিভি লাভ করেন মোবাইল নম্বর ০১৮২১ ৪০৮৪০৯।
কোটবাজার মেগামার্টের স্বত্বাধিকারী মোহাম্মদ আয়ুব জানান, পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আযহার সময় যারা ১০০০ টাকার পণ্য ক্রয় করেছে তাদেরকে বিনামূল্য লাকী কুপন দেওয়া হয়ে ছিলো। তিনি আরো জানান, লাকী কুপন ড্র অনুষ্ঠানে মোট ১০১ টি পুরস্কার প্রদান করা হয়েছে।
© Deshchitro 2024