|
Date: 2023-07-23 05:58:09 |
জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে (ডিবি) একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ২জনকে গ্রেফতার করেছে । গতকাল শনিবার (২২জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার টিএন্ডটি পাড়া হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর ষ্টেশনপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র সুজন হোসেন(৩৫) ও একই গ্রামের মৃত আব্দুল হকের জয়নাল আবেদিন @ লিটন (৩২)। রবিবার (২৩জুলাই) সকালে অস্ত্র মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহেদ আল মামুন জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলমের নির্দেশনায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৌরসভাধীন পশ্চিম বালিঘাটা টিএন্ডটি মহল্লায় অবৈধ অস্ত্রের মজুদের গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান,এসআই(নিঃ) মোঃ সাগর সরকার এএসআই আক্তার হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ
সেখানে অভিযান পরিচালনা করে এসময় একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
© Deshchitro 2024