“জীবন বাঁচাতে গাছ, পরিবেশ বাঁচাতে গাছ” – এই স্লোগানকে সামনে রেখে গ্রামীন ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ব্যাংকের সদস্যদের মাঝে গাছের চারা উপহার প্রদান এবং তা রোপনের জন্য বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়। এর ই ধারাবাহিকতায় গ্রামীন ব্যাংক শিবচর এরিয়া শাখায় ২৯ নং সপ্তাহে ৭ দিন ব্যাপি এক বৃক্ষরোপন সপ্তাহ পালন করা হয়।


গত ১৬/০৭/২০২৩ ইং থেকে ২২/০৭/২০২৩ ইং পর্যন্ত ব্যাংকের ৯ টি শাখায় বিভিন্ন সদস্যদের মাঝে প্রায় ৬৫ হাজার বনজ ও ফলদ গাছের চারা বিতরন ও রোপন করা হয়। এই অনুষ্ঠানে চারা প্রদানকালে উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংকের শিবচর শাখার সুযোগ্য এরিয়া ম্যানেজার মুক্তা রানী রায়, প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল আজিজ এবং সকল শাখার শাখা ব্যবস্থাপকগন। এ সম্পর্কে জানতে চাইলে মুক্তা রানী রায় বলেন, ‘গাছ আমাদের এক অতি মুল্যবান প্রাকৃতিক সম্পদ। শুধু মাত্র গাছ ই পারে আমাদের পৃথিবীর তাপমাত্রা কমিয়ে বাসযোগ্য করতে। তাছাড়া গাছের অতি নিধনে আমরা খাদ্য সংকটে পড়তে পারি কারন একমাত্র গাছ ই আমাদের জন্য খাদ্য উৎপাদন করতে পারে। আমাদের দেশের আয়তনের তুলনায় মাত্র ১৭% গাছ আছে যা অনেক কম। আমরা এই লক্ষ্যমাত্রা ২৫% পর্যন্ত নিতে চাই। আমাদের এই লক্ষ্যমাত্রা অর্জনে সবার সহযোগিতা একান্ত কাম্য।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024