আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দলীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির এঁর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ একে ফজলুল হক, সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান (বাবু), নির্বাহী সদস্য এসএম শওকাত হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম তানভীর হুসাইন সুজন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু প্রমুখ।

মনোনয়নপত্র জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে চির কৃতজ্ঞ। আমি খুবই ভাগ্যবান হাজার হাজার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আজ মনোনয়ন পত্র জমা দিলাম। আমি বিগত সময়ে জেলার উন্নয়নে সকলকে সাথে নিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ব্যাপক কাজ করেছি। ইনশাল্লাহ আমি সকলের দোয়া ও ভালোবাসায় অনেক ভোটের ব্যবধানে জয়লাভ করবো এবং আমার অসমাপ্ত উন্নয়ন কাজগুলি করবো।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024