|
Date: 2023-07-23 10:12:06 |
সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন” এ প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টা উপজেলা পরিষদের চত্বর থেকে একটি শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে, ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার জাইকার প্রতিনিধি (ইউএফডি) জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুতুবদিয়া থানার তদন্ত ওসি কানন সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জামিউল ইসলাম, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা, মোঃ নাজমুস সাকিব, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শাহাব উদ্দীন প্রমুখ।
এ সময় বক্তরা পাবলিক সার্ভিস দিবসের উপর বিস্তারিত আলোচনা করেন।
© Deshchitro 2024