|
Date: 2023-07-23 10:22:16 |
আব্দুল মোমিন, শেরপুর বগুড়া প্রতিনিধি:
সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলে র্যালি এবং আলোচনা করা হয়েছে। ২৩ জুলাই রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রায়হান পিএএ'র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) এস এম রেজাউল করিম, টি এইচ এন্ড এফ পি ও ডা. সাজিদ হাসান সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব সাইফুল বারি ডাবলু, সিমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌর রায়, সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ, প্রাথমিক শিা অফিসার কামরুল হাসান, আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার সরকারের র্যালি উদ্দেশ্য সফল বাস্তবায়নের জন্য সকল কর্মকর্তাকে আহ্বান জানান এবং সকলকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
© Deshchitro 2024