|
Date: 2023-07-23 10:25:12 |
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের বরকতনগর ও গুজাউড়া এলাকার সংযোগ ব্রিজের বেহাল দশা। ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়ে পারাপারের সময় একাধিক দুর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য ব্যক্তি। (২৩ জুলাই) রবিবার ভূক্তভোগী এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর পূর্বে নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জনসাধারণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় জোড়াতালি দিয়ে যাতায়াতের ব্যবস্থা করলেও কিছুদিন যেতে না যেতেই আগের অবস্থায় ফিরে আসে ব্রিজটি। স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিনেও ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কার না করায় ব্রিজ দিয়ে পারাপার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। সূত্রমতে, ব্রিজের একপাশে বরকত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, , । এছাড়াও সেতু বন্ধনের একমাত্র ব্রিজটি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বর্তমানে কোনমতে জোড়াতালি দিয়ে ঝুঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে ভূক্তভোগিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় কোন জনপ্রতিনিধিরাই অধিক ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেননি। তাই সুরমা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মোর্শেদ মিশু এর নিকট সংযোগ ব্রিজের বেহাল দশা এ বিষয়ে জানতে চাইলে প্রতিবেদকে জানান এ বিষয়টি আমার জানা নেই, তবে বিষয়টি খতিয়ে দেখব।
© Deshchitro 2024