সাভার উপজেলার আশুলিয়ায় বকেয়া বেতন সহ পাওনা টাকা চাওয়ায় আমিনুল হাওলাদার (২২) নামের এক কর্মচারীকে চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারপিট করে গুরতর জখম করার অভিযোগ উঠেছে এক দোকান মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার ( ২২ জুলাই) দুপুরে ভুক্তভোগী আমিনুল হাওলাদার (২২) নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় এই অভিযোগটি দায়ের করেন।

এর আগে গত ১৮ই জুলাই সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত দোকান মালিকের নাম মনির হোসেন। তিনি আশুলিয়ার বগাবাড়ী এলাকার আবিদ স্টীল এন্ড মেটালের প্রোপাইটার।

ভুক্তভোগী আমিনুল হাওলাদার (২২) বরিশাল জেলার উজিরপুর থানার বাহেরঘাট এলাকার জান্টু হাওলাদারের মেজো ছেলে।  সে আশুলিয়ার বাইপাইল চাড়ালপাড়া এলাকার হাবিবউল্লাহর বাসায় ভাড়া থেকে বসবাস করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আমিনুল হাওলাদার আশুলিয়ার বগাবাড়ী এলাকার আবিদ স্টীল এন্ড মেটালের বেশ কয়েক মাসধরে বেতন ভুক্ত কর্মচারী হিসেবে চাকরি করে আসছেন। সেই সুবাদে তিনি দোকান মালিকের নিকট বেতনের ১১ হাজার টাকা সহ সর্বমোট ১৬ হাজার টাকা পাওনা হয়। সেই পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত দোকান মালিক মনির হোসেন ভুক্তভোগীর নামে মিথ্যা চুরির অপবাদ দিয়ে দোকানের মধ্যে নিয়ে দোকানে থাকা এসএস পাইপ দিয়ে হাতে, পায়ে, কোমরে আঘাত করে গুরুতর জখম করে। পরে ভুক্তভোগীর আত্মীয় স্বজন ছারিয়ে নিতে আসলে তাদেরকেও হুমকি দেওয়া হয় এবং  হাতে থাকা একটি অপ্পো মোবাইল রেখে দেয়। পরে ভুক্তভোগীকে এলাকা ছেড়ে চলে যাইতে বলে। এলাকা থেকে না গেলে পূণরায় ধরে নিয়ে ওই কর্মচারীর হাত পা ভেঙ্গে দিবে মর্মে হুমকি দেয়। পরে ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত দোকান মালিক মনির হোসেনের মুঠোফোনের নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন,  সে আমার দোকানে চুরি করেছে। তাই টাকা পরিশোধ করবে বলে মোবাইল ফোনটি জিম্মায় রেখে গেছে। সে এলাকায় থাকলে আবার আমার দোকানে চুরি করতে পারে তাই আমি তাকে এলাকা ছেড়ে দিতে বলছি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা সাংবাদিকদের বলেন, এ ধরণের একটি অভিযোগ পেয়েছি।  তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024