“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী, উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীর, পল্লী উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, উপ-পুলিশ পরিদর্শক মাসুদ রানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সেবাদাতা ও গ্রহীতার জবাবদিহিতা নিয়ে বিষদ আলোচনা করেন। তারা বলেন, সুশাসনের পূর্বশর্ত জবাবদিহিতা। তাই সেবা গ্রহণ ও প্রদানের সচেতনতার উপর জোর দেন তাঁরা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ সাংবাদিকদের পাবলিক সার্ভিস দিবসের তাৎপর্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরার আহ্বান জানান। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024