কবি, লেখক, সাহিত্যিকদের সামাজিক সংগঠন "স্বাধীনতা সাহিত্য সংসদ" -এর অভিষেক উপলক্ষে সাহিত্য সম্মেলন, মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২২ জুলাই) ঢাকা জেলার বাড্ডা থানার অন্তর্গত সাতারকুল স্কুল এন্ড কলেজ মাঠে স্বাধীনতা সাহিত্য সংসদ -এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ডা. আবদুল মতিন। 


অভিষেক উপলক্ষে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত ১ম থেকে ৫ম শ্রেণি এবং ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই গ্রুপে ছাত্র-ছাত্রীদের মধ্যে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, ধর্মীয় সঙ্গীত, গ্রামীণ পটভূমির উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বিকেল তিনটা ত্রিশ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বাধীনতা সাহিত্য সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম খান। এরপর স্বরচিত কবিতা আবৃত্তি চলতে থাকে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, ঔপন্যাসিক এবং অভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, কবি ও কথাসাহিত্যিক এমএ আলীম, কবি, ছড়াকার ও গীতিকার শাহী সবুর, কবি, ছড়াকার ও প্রকাশক মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ। 


অনুষ্ঠানে উপস্থাপনা করেন স্বাধীনতা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহানুর ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন স্বাধীনতা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিবাদী কবি জাইদুল ইসলাম। শেষে কবি নুর আলম চৌধুরীর একক কাব্যগ্রন্থ "জাগো হে নবীন" এর মোড়ক উন্মোচন করা হয় এবং প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024