র‍্যালি, পায়রা উড়িয়ে, কেক কেটে, গাছ লাগিয়ে নৃবিজ্ঞান সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ। রবিবার (২৩ জুলাই) সকাল ১১ টায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকেই এই র‍্যালিটি শুরু হয়।


 এই র‍্যালিটি বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ শেষে রাসেল চত্বর  এসে শেষ হয়। এরপরই কবুতর অবমুক্তকরণ, কেক কাটার শেষে গাছ লাগানো হয়। এরপর নৃবিজ্ঞান সপ্তাহে অন্তর্ভুক্ত কার্যক্রম শুরু হয়। আগামী ২৭ জুলাই নৃবিজ্ঞান সপ্তাহের পর্দা নামবে।


নৃবিজ্ঞান সোসাইটির ভিপি মামুন মজুমদার বলেন,

'নৃবিজ্ঞান সোসাইটি কমিটি  সারা বছর ধরে নানা ধরনের কার্যক্রম করে থাকে যেটির মধ্যে সবচেয়ে বড় কার্যক্রম হল নৃবিজ্ঞান সপ্তাহ। যেখানে আজকে আমরা প্রথমে বর্ণাঢ্য র্র্যালি শেষে পায়রা উড়িয়ে,  কেক কাটা ও বৃক্ষ রোপনের মাধ্যমে নৃবিজ্ঞান সপ্তাহের শুভ উদ্ভোদন কার্যক্রম সম্পন্ন করি । আমরা পুরো সপ্তাহে  খেলাধুলাহ বিভিন্ন ইভেন্ট এর আয়োজন করেছি।  এর মধ্যে রয়েছে  ফুটবল, কেরাম এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৭ তারিখে  আমাদের নবীনবরন ও বিদায় অনুষ্ঠানের মাধ্যমে নৃবিজ্ঞান সপ্তাহের সমাপ্তি হবে।'


এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও নৃবিজ্ঞান সোসাইটির সভাপতি আইনুল হক বলেন,  'আমাদের  যেসব শিক্ষার্থীদের গ্রাজুয়েশন শেষ হয়েছে তাদের বিদায় দেয়া ও নবীনদের নবীন বরনের উদ্দেশ্য করে আমরা সব সময় একটা নৃবিজ্ঞান সপ্তাহের আয়োজন করে থাকি। যেটাতে  সপ্তাহব্যাপি  এক্সটা কারিকুলাম, বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন হয়ে থাকে।  যার মাধ্যমে শিক্ষার্থীরা বিভাগের সাথে বেশী করে সম্পৃক্ত হয়ে উঠে । যেটির শুরু আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি দিয়ে।'


এছাড়া এ সময় আরো  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রবিউল আউয়াল চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আইনুল হক  সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024