যশোরের  অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদের নেতৃত্বে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত মোট ১৩ আসামী আটক করে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- কোটা গ্রামের  মোঃ মহির শেখের ছেলে মোঃ আজিজুর রহমান শেখ, শংকরপাশা মন্দির বটতলাার মোঃ ইব্রাহিম বিশ্বাসের ছেলে তুহিন বিশ্বাস, নওয়াপাড়া মাছ বাজারের সামনে, মৃত হেদায়েত বিহারীর ছেলে  শুকুর আলী, ধোপাদী নতুন বাজারের  মৃত আব্দুর রাজ্জাকের ছেলে  এসএম রিপন,  বুইকারা গরুহাট খোলার  আমজেদ গাজীর স্ত্রী মোছাঃ মাহফুজা বেগম,  একতারপুর তালতলার শহিদুল ইসলাম ওরফে সাঈদ  শেখের ছেলে  সাজেদুল ইসলাম ওরফে নয়ন, একতারপুর তালতলা গ্রামের  শহিদুল ইসলাম ওরফে সাঈদ  শেখের ছেলে চয়ন শেখ,  চেঙ্গুটিয়া -বুড়োর দোকানের পাশের ইউনুস জোয়াদ্দারের ছেলে ইমরান জোয়াদ্দার, একতারপুর গ্রামের   হেলাল মোড়লের ছেলে  মোঃ রুবেল, রাজঘাট মোয়াল্লেমতলা গ্রামের  আবছার আলী মল্লিকের ছেলে মোঃ আল আমিন মল্লিক ওরফে লাভলু,বুইকারা গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে শেখ জাহিদ হাসান পান্না, গুয়াখোলা রহমান খানের বাড়ীর ভাড়াটিয়া, মো জাকির হাসানের ছেলে মোঃ সুমন বিশ্বাস,পায়রা গ্রামের ,রমজান আলী মোল্যার ছেলে মোঃ রুবেল,  সর্ব থানা- অভয়নগর, জেলা- যশোর কে  গ্রেফতার করেন সর্ব  মোট ১৩ জন আসামীদেরকে বিচারের নিমিত্তে ইং- ২৩/০৭/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024