বগুড়ার আদমদীঘিতে ফেন্সিডিল ও ইয়াবাসহ মাদক কারবারি দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার (২২ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট জেলা সদরের রামকৃষ্ণপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে আজাহার আলী (৩৮) ও আদমদীঘির সান্তাহার পৌরসভার ইয়ার্ড কলোনী এলাকার সিরাজ উদ্দিনের ছেলে শুভ (২৫)। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গত শনিবার রাতে উপজেলার পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার মুরইল-বিনাহালী সড়ক থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ আজাহার আলীকে এবং সান্তাহার হবিরমোড় এলাকা থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শুভ'রহমানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুই মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024