নারায়ণগঞ্জ চাষাড়ায় অদ্য সকাল ১০.৫০ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ২ জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং ফায়ার সার্ভিসের কর্মী সহ বেশ কয়েক জন আহত হয়েছে।


অগ্নি নির্বাপন করার উদ্দেশ্যে সকাল ১০.৪০ মিনিটে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ফায়ার সার্ভিসের গাড়ি বের হয়। গাড়িগুলো নগরীর প্রাণকেন্দ্র চাষাড়া মোড়ে পৌছে দুইটি গাড়ি জ্যাম ও ট্রাফিক সিগন্যাল পেরিয়ে এগিয়ে গেলেও তৃতীয় গাড়িটি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ি "বাইতুল আমান" এর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ ট্রান্সপোর্ট বাসকে ও একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। মূহুর্তেই ঘটে যায় দূর্বিষহ এক বেদনাবিধুর পরিবেশ। আনন্দ বাস ও প্রাইভেট কার আরও বেশ কতগুলো ছোটো গাড়িকে ধাক্কা দিলে আশেপাশের লোকজনও মারাত্মক ভাবে আহত হয়। দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি।


এসময় ফায়ার সার্ভিস ও আশেপাশের লোকজন ঘটনাস্থলে আহতদের উদ্ধারে নেমে পড়েন। দেখা যায় চাকার নীচে পিষ্ট হয়ে ও গাড়ির ধাক্কায় ২ জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকিদের উদ্ধার করে হসপিটালের উদ্দেশ্যে নেয়া হয়।  আহতের সংখ্যা আরও বেড়েই চলছে। 


জানা যায়, অগ্নিনির্বাপন করার কাজে দ্রুত ছুটে যাচ্ছিলো ফায়ার সার্ভিসের গাড়িগুলো কিন্তু হটাৎ তাদের মধ্যে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024