|
Date: 2023-07-24 07:44:43 |
বগুড়ার সারিয়াকান্দিতে নিয়মিত, গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও ১৫১ ধারায় মোট তিন জনকে আটক করেছে পুলিশ।
২৩ জুলাই (রোববার) দিবাগত রাতে সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফুলবাড়ি ইউনিয়নের চর রামনগর (এ/পি সাং-আমতলী দক্ষিনপাড়া) এলাকার নুরুল ইসলাম ও বিলকিস দম্পতির ছেলে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারার আসামী জিল্লুর রহমান ওরফে বিটুল (২০), চন্দনবাইশা ইউনিয়নের রোড-৯৯৯ এলাকার ইসমাইল মন্ডলের ছেলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ইয়াকুব আলী এবং ভেলাবাড়ী এলাকার মৃত রশিদ মন্ডলের ছেলে নিয়মিত মামলার আসামী সুজন মন্ডল (৩৬) কে আটক পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী।
© Deshchitro 2024