জামালপুরের সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের গোদাশিমলা  চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিংগলহাটি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে শুকরিয়া (৭) ও এরশাদ হোসেনের মেয়ে আতিয়া (৭)। তারা দুজন চাচাতো বোন ছিলো। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে তারা দুই বোন একসাথে বাড়ির পেছনে খেলতে যায়। সেখানে শুকরিয়া পানিতে ডুবে যায় আতিয়া তাকে বাঁচাতে গেলে সেও পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাদেরকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। এসময় তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক সৌমিত্র কুমার বনিক বলেন, দুপুর ২টার দিকে মৃত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024