কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বহু অপকর্মের হোতা ছৈয়দ আলম শিমুলকে পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার ( ২৪ জুলাই) গভীর রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আওলীয়াবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


জানা যায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবিরের নির্দেশে এ এস আই আবদু রশিদের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।



গ্রেফতারকৃত শিমুল বর্ণিত এলাকার কালা মিয়ার ছেলে। এলাকার লোকজন জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজি,অপহরণ,পাসপোর্ট দালালিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।


 


৫/৯/২০২১ ইং তারিখে সে কক্সবাজার পাসপোর্ট অফিসে দালালি করতে গিয়ে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছিল।




জানা যায় সে বিভিন্ন সময় বিভিন্ন মামলায় গ্রেফতার হলে ও থেমে নেই তার অপকর্ম। কখনো পুলিশ কর্মকর্তার নাম ভাঙিয়ে, আবার কখনো ম্যজিষ্টেটের ড্রাইভার পরিচয়ে থেমে নেই তার অপকর্ম।


এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছৈয়দ আলম শিমুল চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে’।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024