প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশনকে সফলের লক্ষ্যে "পাঁচবিবিকে গ্রীণ ও ক্লিন সিটি মডেল পৌর সভার রুপ দিতে  ৫নং ওয়ার্ডে পাইলটিং কার্যক্রম শুরুর বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ২৪ জুলাই বিকেলে পাঁচবিবি পৌর সভার আয়োজনে ড্রিমল্যান্ড কিন্ডার গার্টেন স্কুলে পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায়।


প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সালেহীন তানভীর গাজী।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতান, জেলা কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল আল মাহবুব, সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি।


পৌর প্যানেল মেয়র নুর হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান

৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ

৬নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু।


১নং ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরুল ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024