|
Date: 2023-07-24 13:56:06 |
শ্যামনগরে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সোমবার (২৪ জুলাই) সকাল ১১ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আফজালুল রহমান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক এম কামরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, জগবন্ধু কয়াল, এস এম মিজানুর রহমান প্রমুখ।
ছবি- শ্যামনগরে মৎস্য সপ্তাহ উপলক্ষে গণ মাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার।
© Deshchitro 2024