|
Date: 2023-07-24 13:57:16 |
শ্যামনগরে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ চত্তরে দরিদ্র পরিবারের মাঝে ঘর নির্মানের জন্য নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।
সোমবার (২৪ জুলাই) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার প্রমুখ।
২০২২-২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০৩টি দরিদ্র পরিবারে, পরিবারপিছু এক বাধ ঢেউটিন ও তিন হাজার টাকার চেক এবং ৮টি প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠান প্রতি দুই বাধ টিন ও ছয় হাজার টাকার চেক প্রদান করা হয়।
ছবি- শ্যামনগরে দরিদ্র পরিবারের মাঝে ঘর নির্মানে টিন ও চেক বিতরণ করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার।
© Deshchitro 2024