|
Date: 2023-07-24 16:34:11 |
কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়া, উনচিপ্রাং থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত সড়কের পিচ উঠে গর্তে পরিণত হয়েছে। এই রোড দিয়ে টেকনাফ কলেজ, উখিয়া কলেজ ও কক্সবাজার সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানে যাতায়াতে চরমদুর্ভোগে পড়তে হয়েছে হাজারো শিক্ষার্থীরা সঠিক সময়ে, নিরাপদে মানুষ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছে না, জনদুর্ভোগ যেন চরমে।
জানা যায়, ২০১৯ সালে কক্সবাজার লিংকরোড থেকে শুরু করে টেকনাফের হোয়াইক্যং, কানজর পাড়া, উনচিপ্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার সড়কের সংস্কার কাজ হলেও উনচিপ্রাং থেকে টেকনাফ পযর্ন্ত আরও ৩১ কিলোমিটার কাজ হয়নি।
কক্সবাজার-টেকনাফ হাইওয়ে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে দিয়ে দেশী-বিদেশী প্রতিনিধি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এই সড়ক দিয়ে টেকনাফ শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াত করে থাকেন। শুধু তাই নয় গুরুত্বপূর্ণ এই সড়কে টেকনাফ স্থল বন্দরের মালবাহী গাড়িসহ প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়ি চলাচল করছে।
নামপ্রকাশে অনিচ্ছুক গাড়ি চালক জানায়, তিনি প্রতিদিন এই সড়ক দিয়ে যাত্রী নিয়ে কক্সবাজার থেকে টেকনাফে আসা-যাওয়া করেন। লিংকরোড থেকে উনচিপ্রাং পযর্ন্ত সঠিক সময় পৌঁছাতে পারলেও উনচিপ্রাং থেকে টেকনাফ যাওয়া ঝুঁকিপুর্ণ হয়ে গেছে। কারণ, কানজর পাড়া, উনচিপ্রাং থেকে টেকনাফ পযর্ন্ত সড়কের পিচ উঠে গর্ত হয়ে গেছে।
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালমান বিন হেলাল বলেন, কক্সবাজার-টেকনাফ হাইওয়ে জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ একটি সড়ক। টেকনাফ একটি পযর্টন এলাকা। এই উপজেলায় দেশি-বিদেশি পযর্টকরা ভ্রমণে আসেন। আমাদের কানজর পাড়া থেকে টেকনাফ পযর্ন্ত মেইন সড়কে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। অতিদ্রুত সড়কটি সংস্কার করা জরুরি।
তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে আমাদের কানজর পাড়া মেইন সড়ক পিচ উঠে গর্তে হয়ে বেহাল অবস্থা পড়ে আছে। অতিদ্রুত সড়কটি সংস্কার করা জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ সড়ক বিভাগ, এবং উখিয়া টেকনাফের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন তিনি।
© Deshchitro 2024