|
Date: 2023-07-24 17:29:51 |
চাঁদপুরের কচুয়ার কৃতিসন্তান জাপান শাখা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান সম্প্রতি হজ্ব করে সোমবার (২৪ জুলাই) নিজ মাতৃভূমি কচুয়ায় এসে পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাতের পর কচুয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে গনসংযোগ করেন। গনসংযোগ শেষে জসীম উদ্দিন প্রধান বিতারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিল্লু, ওয়ার্ড যুবলীগের সভাপতি স্বপন মজুমদার, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সহ স্থানীয় দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সাংবাদিকদের এক স্বাক্ষাতকারে ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন প্রধান বলেন, আমি আওয়ামী লীগের আদর্শে রাজনীতি করি এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পাশে থেকে জনসেবায় কাজ করে আসছি। বিগত দুইটি জাতীয় সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন চেয়েছি,এবারও চাইবো। বিগত নির্বাচনে দল ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কে মনোনয়ন দেয়ায় আমার কোনো বাঁধা বিভক্তি ছিলনা, নৌকা বিজয়ের স্বার্থে তার হয়ে কাজ করছি। এবারও তাকে মনোনয়ন দিলে আমার কোনো বাঁধা বিভক্তি থাকবেনা এবং তার হয়ে কাজ করবো। আর যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি'র সহযোগিতায় কচুয়ার এ আসন জননেত্রী শেখ হাসিনাকে জয়লাভ করে উপহার দেবো।
© Deshchitro 2024