|
Date: 2023-07-25 07:50:49 |
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি ও মৎস্যজীবিদের সমাবেশের মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে কালেক্টরেট জামে মসজিদ এর পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পর একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে পৌর টাউনহল চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে মৎস্যজীবিদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোঃ মাহাফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, আওয়ামীলীগ নেতা সাঈদ হাসান লোবান প্রমূখ।
বক্তারা মাছ চাষের উপর গুরুত্বারোপ করে বলেন, পোনা কিংবা মা মাছ নিধন বন্ধ করা গেলে এবং মাছ চাষের মাধ্যমেই হাজার হাজার মৎস্য চাষী স্বাবলম্বী হতে পারবে।
© Deshchitro 2024