|
Date: 2023-07-25 09:23:52 |
বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, রফিকুল ইসলাম প্রমুখ। পরে সর্বচ্চো মাছ উৎপাদনকারি হিসাবে জিয়াউল হক পুটু, সর্বচ্চো পোনা মাছ উৎপাদসকারি হিসাবে রুহুল আমির সেন্টু ও সর্বচ্চো হ্যাচারিতে রেনু উৎপাদসকারি হিসাবে আব্দুল আজিজ সরদারকে ক্রেস্ট ও সনদ প্রদাণ করা হয়।
© Deshchitro 2024