মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন জয়নাল আবেদীন। ইউএনও হিসেবে জয়নাল আবেদীন খুব শীঘ্রই কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করবেন। এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ২২ জুলাই ২০২৩ সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত পত্র মোতাবেক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়ন করা হয়েছে তাকে। উল্লেখ্য, জয়নাল আবেদীন এর জন্মস্থান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারী চাকুরিতে যোগদান করেন। চাকরিজীবনের শুরুতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট হিসেবে যোগদান করেন। সর্বশেষ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের আগে তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২ বছর অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন। নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন এজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। এদিকে নবাগত ইউএনও জয়নাল আবেদীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী নিজ জেলাসহ কক্সবাজার ও শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিশিষ্টজনরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024