গ্রাম পর্যায়ে অপরাধ রোধে দ্রুত দায়িত্ব পালনের লক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলায় কর্তব্যরত নতুন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল প্রদাণ করা হয়েছে। গত সোমবার (২৪ জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলা চত্বরে এই বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, প্রশাসনিক কর্মকর্তা সিরজুল হক মন্টু , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, বীর মুক্তিযোদ্ধা আজমল হােসেন, আকবর আলী, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলামসহ নেতৃবর্গ।

উল্লেখ্য; আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, নসরতপুর, সান্তাহার ও চাঁপাপুর ইউনিয়নে নতুন যোগদান করা ৮জন গ্রাম পুলিশকে পর্যাক্রমে ৮টি বাইসাইকেল প্রদাণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024