আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও ফসল চাষ নির্বিঘ্ন করতে ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বাঁধ কাটা, নেটপাটা অপসারণ ও রাস্তা কেটে কালভার্ট নির্মান কাজ উদ্বোধন করেছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে প্রশংসনীয় এ উদ্যোগ গ্রহন করা হয়।
বড়দল ইউনিয়নের বিভিন্ন বিলে মেইন খালে আড়াআাড়ি মাটির বাঁধ, একাধিক নেট পাটা এরকসাথে দিয়ে পানি নিস্কাশন রোধ করে দীর্ঘ কাল ইউনিয়নের বিল সমুহের একমাত্র ফসল আমন ধান চাষে বিঘ্ন সৃষ্টি করে আসা হচ্ছিল। ফলে জলাবদ্ধতা সৃষ্টিতে অনেক পরিবার বর্ষা মৌসুমে বিপত্তিকর পরিস্থিতিতে পড়ে থাকে। সময় মত বৃষ্টি না হওয়ায় এলাকায় ধান চাষ পিছিয়ে যাওয়ায় বিলে ধান রোপন সম্ভব হয়নি। গত কয়েকদিনের একটানা বৃষ্টিপাতে ক্ষেত তলিয়ে ধাকায় ধান রোপন করা যাচ্ছেনা। এমন পরিস্থিতির হাত থেকে রক্ষা ও আগামীতে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বড়দল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (এসি ল্যান্ড প্রতিনিধি) আঃ মজিদ, থানার এসআই বড়দল বিটের দায়িত্ব রত কর্মকর্তা নূর হোসেন, ইউপি সদস্য চন্দ্র কান্ত মন্ডল, মেম্বার সত্যরঞ্জন বৈরাগি, বীর মুক্তিযোদ্ধা আকের আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মাষ্টারসহ এলাকার সর্বস্তরের মানুষ ও সাংবাদিকদের নিয়ে কার্যক্রম শুরু করেন। প্রথমে বাইনতলা মৌজায় আজহারুল ইসলাম মন্টুর মৎস্য ঘেরের মুখে খাস জমি সংলগ্ন রাস্তা কেটে সেখানে পাইপ বসিয়ে কালভার্ট নির্মানের লক্ষ্যে কাজের উদ্বোধন করা হয়। এই কালভার্ট দিয়ে এখানে প্রায় ১১ একর খাস জমি রয়েছে এবং এলাকার হাজার হাজার বিঘা জমির পানি এই কালভার্ট দিয়ে নিস্কাশন হলে এলাকা জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। পরে চেউটিয়া খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাস চাষ করায় জলাবদ্ধতা দূর করতে বাঁধ কেটে দেয়া ও নেটপাটা অপসারণ করা হয়। সাবেক চেয়ারম্যান আঃ আলিম মোল্যার ভাই মিলন মোল্যা এই খালে মাছ চাষ করে থাকেন।
এলাকাবাসী ও ভুক্তভোগিরা চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা নির্বাচনী ওয়াদা পুরনে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে আসায় তাকে সাধুবাদ জানিয়েছেন। এবং সকল খাস খাল ও জমি উদ্ধার করে উম্মুক্ত করতে এবং জলাবদ্ধতার হাত থেকে ইউনিয়নকে রক্ষা করে নির্বিঘ্ন বসবাস ও চাষাবাদে প্রতিবন্ধকতা দূর করতে এহেন কাজ অব্যাহত রাখতে অনুরোধ জানান। প্রশাসন ও জন প্রতিনিধিদেরকেও তাকে সহায়তা করার অনুরোধ জানান হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024