“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে সপ্তাহব্যাপি এ অনুষ্ঠান চলবে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে সিরাজগঞ্জে জাতীয় মৎস সপ্তাহর র‍্যালি ও আলোচনা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 (মঙ্গলবার) ২৫ জুলাই  সকালে জেলা প্রশাসক ও জেলা মৎস অধিদপ্তরের যৌথ আয়োজনে অফিসার্স ক্লাবের সামনে থেকে জাতীয় মৎস সপ্তাহ ২৩-৩০ জুলাই উপলক্ষে কোট চত্বর থেকে বণ্যার্ট  র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিন করে অফিসার্স ক্লাবে শেষ হয় পরে অফিসার্স ক্লাবে দিবসটির উপলক্ষে আলোচনা সভায়  ও বিশেষ সন্মাননা কেস্ট  বিতরণী অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন (অর্থ) হান্নান মিয়া,সহ উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাবলু কুমার সূত্র ধর, এছাড়া বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সিরাজগঞ্জ সদর (ভুমি) এস এম রকিবুল হাসান,সহ বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার। 

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা মৎস অধিদপ্তরের কর্মকর্তা শাহীনুর রহমান। অনুষ্ঠাণের সভাপতি সহ বিভিন্ন বক্তারা বলেন বাংলাদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান, পুষ্টি চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন, বর্তমান মৎস্য বান্ধব সরকারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন, যুগ-উপযোগী নীতি পরিকল্পিত কার্যক্রম গ্রহণ সঠিক বাস্তবায়নের ফলে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বির্নিমানের স্বপ্নপূরণে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্ব অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় মৎস্যখাত অন্যমত অংশীদার বলে জানান। এ সময় সফল মৎস্য জীবী ৪ জন কে বিশেষ সম্মামনার ক্রেস ও সনদ প্রদান করেন সভাপতি ও প্রধান বক্ত্য জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন জেলার সকল মৎস অধিদপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবী বৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024