|
Date: 2023-07-25 11:34:47 |
টাঙ্গাইলের মধুপুরে নাচে গানে বর্ষাবরণ কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মধুপুর উপজেলা প্রশাসন হল রুমে এ বর্ষাবরণ কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলা শিল্পকলা একাডেমি ও নজরুল একাডেমি মধুপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগের আয়োজনে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, অধ্যক্ষ বজলুর রশীদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম শহীদ, ওস্তাদ আসাদুজ্জামান মন্টু, আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক, নজরুল একাডেমী মধুপুর শাখা প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত নজরুল শিল্পী সরকার সহিদসহ স্থানীয় শিল্পকলা একাডেমি ও নজরুল একাডেমির শিল্পীবৃন্দ।
© Deshchitro 2024