মুন্সিগঞ্জের শ্রীনগরে উদ্বোধন করা হয়েছে শিল্প ও তাঁত মেলা ২০২৩ । আজ ২৫ জুলাই মঙ্গলবার বিকেল পাঁচ ঘটিকায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, শ্রীনগর উপজেলা শাখার আয়োজনে শ্রীনগর দোহার রোড পার্শ্বস্থ এম রহমান কমপ্লেক্স মার্কেটের পশ্চিম পাশের একটি স্থানে মাসব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাহী বি চৌধুরী এমপি ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-গ্রন্থনা বিষয়ক সম্পাদক সুমন আহমেদ, পাটাভোগ ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন পলাশ, বিকল্প ধারা শ্রীনগর উপজেলা শাখার নেতা জিল্লুর রহমান, আবদুল্লাহ আল মামুন, মেলা আয়োজক কতৃপক্ষের লোকজন সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
পরে এমপি মহোদয় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ক্রেতা বিক্রেতাদের সাথে মত বিনিময় করেন । তিনি দেশীয় তাঁত পন্য উৎপাদন, বিপণন ও ব্যাবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন । দেশীয় তাঁত শিল্প রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান । মেলার স্টল সমূহে তাঁত পণ্য সহ আরো বিভিন্ন ধরণের পণ্য শোভা পাচ্ছে ।