জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর পাটগ্রাম কর্তৃক ২য় দিনের কর্মসূচি পালিত হয়। দিনের শুরুতে মৎস্যচাষী, মৎস্যজীবী, জনপ্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা - কর্মচারীগন সহ সর্বস্তরের জনগনকে নিয়ে বর্নাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণ করা হয় । পরে উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল। এছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ, দুইশতাধিক মৎস্যচাষী, মৎস্যজীবী, সাংবাদিক ও সুধীজন আলোচনা সভায় উপস্থিত ছিলেন।  উক্ত অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে তিন জন সফল মৎস্যচাষীকে বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের সাফল্য ও অগ্রগতি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় বক্তাগন দেশের মাছ উৎপাদনে সাফল্যের জন্য মৎস্য অধিদপ্তরের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং  নিরাপদ মাছ উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন । সেইসাথে  মৎস্য সেক্টরের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024