|
Date: 2023-07-26 03:27:14 |
প্রিয়তমা’ দিয়ে রীতিমতো বাজিমাত করেছেন শাকিব খান ও হিমেল আশরাফ জুটি। দেশজুড়ে এখনও ‘প্রিয়তমা’র ঝড় বইছে। দেশ ও দেশের বাইরে দারুণ প্রশংসা কুড়াচ্ছে। এরমধ্যেই পরিচালক হিমেল আশরাফ দিলেন নতুন খবর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাজকুমার’ সিনেমার স্ক্রিপ্টের ছবি পোস্ট করেছেন। আর সেখানে সবাই শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করছেন।
গেল বছরের মার্চে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন শাকিব খান, যেটি নির্মিত হবে তার প্রযোজনা সংস্থা থেকে। এরপর সে বছরেই নায়কের জন্মদিনে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে এবং সেখানে জানানো হয়, ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে জুলাইতে, এরপর বাকি অংশ বাংলাদেশে। তবে এরপর নানা কারণে ছবিটির কাজ শুরু হয়নি।
শোনা যাচ্ছে, চলতি বছরেই সিনেমাটির কাজ শুরু করবেন শাকিব।
© Deshchitro 2024