|
Date: 2023-07-26 05:17:19 |
যে মন দেখতে পারে,
তার কাছে চেহারা মেটার করে না।
যে ভালোবাসতে জানে,
তার কাছে বাহ্যিক সৌন্দর্য কিছুই না।
প্রকৃত ভালোবাসা কখনোই-
ধন-সম্পদ কিংবা রুপ যৌবন দেখে হয় না,
ভালোবাসা সে তো মনের ব্যাপার!
এখানে কারোরই হাত থাকে না।
কাউকে ভালোবেসে আগলে রাখার জন্য-
একটি সুন্দর মনের বিকল্প কিছুই হয়না,
সে ভালোবাসার ঘরে হয়তো বিলাসিতা থাকে না,
কিন্তু! সে ঘর হয় একটি মানসিক শান্তির ঠিকানা।
ভালোবাসা সুন্দর, ভালোবাসা ভীষণ সুন্দর!
যদি মানুষ দুটি সঠিক হয়।
একে অপরকে আগলে রাখতে জানলে -
সারাজীবনই সম্পর্ক অটুট রয়।
লেখক : প্রণব মন্ডল, কবি & শিক্ষার্থী।
© Deshchitro 2024