|
Date: 2023-07-26 07:21:16 |
কে ঐ শোনালো মোরে
এত মধুর সুর,
জাগিলো সে সুর শুনিয়া
আমার হৃদয়ে অচিন পুর।
আল্লাহু আকবার বলে
সে গানের হলো শুরু,
প্রাণেতে শিহরণ বয়ে চলা
বুকটা দুরুদুরু।
আল্লাহ আছেন সে সুরে
আছে মোহাম্মদ নাম,
কি অপরূপ সে সুরের শব্দ
যেন অতুলনীয় দাম।
আফরিনা সুলতানা ঈশিতা
শিক্ষার্থী, বাংলা বিভাগ,
দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ।
নবাবগঞ্জ, ঢাকা।
© Deshchitro 2024