লক্ষ্মীপুরে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের সাথে  নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহানের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।


লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসককে দূর্নীতি দমন করার জন্য পরামর্শ দেন। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসকরা হাজিরা দিয়ে হাসপাতাল থেকে চলে যায় প্রাইভেট হাসপাতাল গুলোতে এতে করে সাধারণ মানুষেরা ঠিক মতো চিকিৎসা পাই না, এছাড়াও লক্ষ্মীপুরে বিভিন্ন অপরাধ প্রভনতা বেড়েই চলেছে যেমন

ট্রেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, চোরাকারবারি, অস্ত্রের ঝনঝনানি। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের স্থানী কোনো ঠিকানা নাই,আমরা আগের জেলা প্রশাসককে ও আমাদের একটি স্থায়ী ঠিকানা করে দেওয়ার জন্য বলেছি আপনাকে ও আমরা বলবো আমাদের একটা স্থায়ী ঠিকানা অতি দ্রুত যেন আমরা পাই।


জেলা প্রশাাসক ও বিজ্ঞম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান বলেন, লক্ষ্মীপুরের সকল সমস্যা মোকাবেলা করার জন্য আমি আছি, আপনারা শুধু কোনো কোনো  ঘটনা প্রকাশ করার আগে আমার সাথে যোগাযোগ করবেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024