|
Date: 2023-07-26 13:04:49 |
শা'রীরিক গঠন খোঁজা মানুষ গুলো আর যাইহোক ভালোবাসতে জানে না, ভালোবাসা আসলে কি? সেটা তো তারা বোঝেই না আর বোঝার ক্ষ'মতাও রাখে না;
যারা প্রকৃতপক্ষে ভালোবাসতে জানে তাদের কাছে শা'রীরিক গঠন, বাহ্যিক সৌন্দর্য, বয়স, ওজন, উচ্চতা,
পুঁথিগত শিক্ষা, পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিংবা অতীত জীবন কোনটাই ম্যাটার করে না, কেননা ভালোবাসার জন্য শুধু চাই-- একটা বিশ্বস্ত কাঁধ, একজোড়া ভরসার হাত, সারাজীবন পাশে চলার মত দুটি পা, সৎ চরিত্রের অধিকারী, সর্বোপরি একজন সুহৃদয় সম্পন্ন মানুষ;
যারা ভালোবাসতে জানে তারা জানে এবং বিশ্বাসও করে, সৃষ্টিকর্তা কাউকেই নিখুঁত ভাবে তৈরি করেন না, তাই কোনো মানুষ-ই আসলে নিখুঁত না, প্রতিটি মানুষের মধ্যেই কিছু না কিছু খুঁত আছে আর সে খুঁতটুকু নিয়েই প্রত্যেকটা মানুষ তার নিজের মত অসম্ভব সুন্দর, তার নিজের মত পারফেক্ট;
প্রকৃত ভালোবাসা কখনোই শারীরিক গঠন, বাহ্যিক সৌন্দর্য কিংবা ভালো ক্যারিয়ারের উপর নির্ভর করে না, ভালোবাসা আসলে হয়ে যায়;
শারীরিক গঠন খোঁজা মানুষ গুলো আসলে একেকটা,
মু'খোশধারী মানুষ এরা চ'রিত্রহীন, ভ'ন্ড, প্র'তারক, বি'শ্বাসঘাতক, ম'নুষ্যত্বহীন, অ'মানবিক এবং অ'মানুষ
তাই এরা আর যাইহোক ভালোবাসতে জানে না, কেননা ভালোবাসতে জানাটা সবার কম্য নয়, ভালোবাসতে জানার জন্য একটা সুহৃদয় দরকার যেটা সবার থাকে না;
লেখক :প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী ;খুলনা বিশ্ববিদ্যালয়
© Deshchitro 2024