|
Date: 2023-07-26 13:19:50 |
ফরিদপুর সদরের যুবায়ের পন্থী মারকাযের মসজিদে গোসলের সাবান নিয়ে বাগবিতণ্ডায় মো. আব্দুল জলিল (৭১) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুর শহরের বদরপুর মারকায মসজিদে এ ঘটনা ঘটে। মো. আব্দুল জলিল ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মারকায মসজিদ থেকে প্রতি বৃহস্পতিবার তাবলিগের উদ্দেশ্যে বের হন মুসল্লিরা। মঙ্গলবার তাবলিগে যাওয়ার জন্য মো. আব্দুল জলিল মারকায মসজিদে আসেন। বুধবার দুপুরে স্থানীয় ডোমরাকান্দি এলাকার মান্নান মুন্সীও একই মসজিদে আসেন। দুপুরে গোসলের সময় সাবান নিয়ে আব্দুল জলিলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মান্নান মুন্সী। এক পর্যায়ে মসজিদের পাশে থাকা কাঠ দিয়ে আব্দুল জলিলের মাথায় আঘাত করেন মান্নান মুন্সী। এতে ঘটনাস্থলে আব্দুল জলিল নিহত হন।
অভিযুক্ত মান্নান মুন্সীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
© Deshchitro 2024