ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা এলাকায় বেড়ে উঠা রিপন মিয়া সহ-সভাপতি হিসেবে এবারও ঠাঁই পেয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে। গত ১৩ জুলাই ঘোষিত ছাত্রলীগের ৭১ সদস্য কার্যনির্বাহী কমিটিতে রিপন মিয়াকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়। সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের আওয়ামীলীগের নিবেদিত কর্মী মৃত আব্দুল মোতালেবের পুত্র রিপন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা সাহিত্যে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করার পর এখন এলএলবিতে অধ্যায়ণ করছেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রবেশ করে দেশের জন্য কাজ করতে চান রিপন। 

রিপন মিয়া বলেন, বিগত ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটিতেও আমি যুগ্ম-সম্পাদক ছিলাম। ছাত্রলীগের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা এবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আমাকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনে নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাওয়াই এখন মূল লক্ষ্য।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024