|
Date: 2023-07-26 14:49:06 |
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদে ঘূর্ণিঝড় মোখায় প্রকৃত ক্ষতিগ্রস্থতদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ।
বুধবার (২৬ জুলাই ) টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়ন শাহ পরীর দ্বীপে ৮,৯ নং ওয়ার্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে নগদ অর্থ প্রদান করেন। সেটি সহ সাবরাং ইউনিয়নে মোখায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ওয়ার্ডে আজ মোট ৬২৫০ পরিবার রেড ক্রিসেন্টের এই সহায়তা পায়।
শাহ পরীর দ্বীপ উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর ও আইএফআরসি ও ইউএসএআইডি সহযোগিতায় টেকনাফ উপজেলায় মোখায় ক্ষতিগ্রস্ত প্রায় ৬২৫০ টি পরিবারের মধ্যে ২২৫০ পরিবার মোবাইল ব্যাংকিং মাধ্যমে ৫১০০টাকা করে পায় বাকি ৪০০০ পরিবারে নগদ ৫০০০/- টাকা বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন সভাপতিত্বে বক্তব্যে বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি দেশের হয়ে যে কোনো দুর্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেয়, সাবরাং ইউনিয়নে রেড ক্রিসেন্টে অনেক কাজ করছে যা প্রংশসার দাবিদার।
অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বলেন,“ রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সম্প্রতি হওয়া মোখা মোকাবেলায় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া বাংলাদেশ রেডক্রিসেন্ট কক্সবাজার ইউনিটের অধীনে টেকনাফ টিম সার্বক্ষণিক ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সহযোগিতায় অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অত্যন্ত প্রশংসার দাবি রাখে।
সে সাথে ঢাকা হেড কোয়ার্টার হয়ে কাজ করা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম NDRT ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই, দেশের দূর্যোগ দুর্বিপাকে মানবতার সেবায় সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ”
বিশেষ অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, “ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি টেকনাফ উপজেলায় মোখায় ক্ষতিগ্রস্ত প্রকৃত পরিবারকে খোঁজে খোঁজে তাদের এ অর্থ সহায়তা প্রদান করেন। ”
আরও বক্তব্য রাখেন সাবরাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম রেজু। উপস্থিতদের মধ্যে ছিলেন কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মুশাররফ হোসেন দুলাল। ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম। সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোনা আলী।
এ নগদ অর্থ বিতরণে সহযোগিতায় ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা হেড কোয়ার্টারে পক্ষে NDRT তানজীম হাসান ও তার টিম এবং টেকনাফ উপজেলা টিমের যুব প্রধান সাইফুল্লাহ হাবিব ও টেকনাফ উপজেলার যুব সেচ্ছাসেবকবৃন্দরা।
© Deshchitro 2024