মা বাবাকে কখনো অবহেলা করো না,

তারা বৃদ্ধ বয়সে এসেও আমাদেরকে রক্ষা করে। বটবৃক্ষ রুপে আমাদের জন্য ছায়া হয়ে

জীবনে আসা সকল রোদ থেকে রক্ষা করে।।


পৃথিবীর যত মন্দির-মসজিদ, গীর্জা-প্যাগোডায়

প্রার্থনা, আরাধনা, দান, হজ্ব করিনা কেনো যে কোনো ক্রমে।

কোনো কিছুই আমাদের নরক যন্ত্রণা থেকে রক্ষা করতে পারবে না

যদি আমরা মা-বাবার শেষ আশ্রয় করি বৃদ্ধাশ্রমে।।


সন্তানদের সুন্দর ভাবে মানুষ করবে বলে-

প্রতিটি বাবা-মা ভুলে যায় তারা নিজেরাও একটা মানুষ 

তাদের ভালো খাওয়া, ভালো বস্ত্র পড়া বিসর্জন দিয়ে। 

আমাদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলে

সেই আমরাই আবার কেউ কেউ মানুষ হওয়ার নামে

বাবা-মাকে পাঠাই বৃদ্ধাশ্রমে পুথিগত শিক্ষার বড়াই এ অমানুষ তৈরি হয়ে।।

লেখক :প্রণব  মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024