|
Date: 2023-07-26 15:16:46 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেফিল্ড ইউকে ট্রাস্ট এর উদ্যোগে ৩৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল জামে মসজিদ প্রাঙ্গণে শ্রীমঙ্গল উপজেলার ৩৫জন প্রতিবন্ধীর মাঝে এসব হুইল চেয়ার তুলে দেয়া হয়।
শ্রীমঙ্গল জামে মসজিদের সহ-সভাপতি হাজী শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও মাওলানা আখলিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেফিল্ড ইউকে ট্রাস্ট (SHEFFIELD UK TRUST) এর অন্যতম সদস্য, সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার মোঃ শামছু মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) ও জামে মসজিদ কমিটির সদস্য মোঃ মামুন আহম্মেদ, শ্রীমঙ্গলর প্রেসক্লাবের সদস্য সৈয়দ আমিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহ আলম, সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু এবং মাওলানা ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।
আয়োজক সূত্রে জানা যায়, শেফিল্ড ইউকে ট্রাস্ট (SHEFFIELD UK TRUST) এর উদ্যোগে বিভিন্ন স্থানে সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
© Deshchitro 2024