|
Date: 2023-07-26 15:17:53 |
বেগমগঞ্জ চৌমুহনী পৌসভার ৫০ বছরপূর্তি পালন
রিপন মজুমদার প্রতিনিধি নোয়াখালী
নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভার ৫০ বছর পালন উপলক্ষ্যে পৌর অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে।
২৬ জুলাই বুধবার পৌর মেয়র মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্ল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আল হাজ্ব মামুনুর রশিদ কিরন। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। অন্যান্যদের মাঝে বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সহকারী পুলিশ সুপারসহ প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেত¦বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, ১৯৭৩ সালে জননেতা মরহুম নুরুল হক সাহেবের হাত ধরে এ চৌমুহনী পৌর সভাগঠিত হয়। প্রথম চেয়োরম্যন হিসাবে ছেরাজল হক বি এ নিবাচিত হন। পরবর্তিতে মরহুম আক্কাছ মিয়া, মরহুম এবিএম ইউচুপ. এরহুম শাহ আলম মিয়া, এ্যাডভোকেট আবদুর রহিম, মামুনুর রশিদ কিরন, আক্তার হোসেন ফয়সল দায়িত্ব পালন করেন। বর্তমানে খালেদ সাইফুল্লাহ মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন।
আলাচনা সভা শেষে বিকালে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
© Deshchitro 2024