হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি স্লোগানে স্লোগানে মুখরিত আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাটখিল বাজারে লিফলেট বিতরণ, ব্যবসায়ী সহ ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সাথে গনসংয়োগ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। 


তিনি তার বক্তব্য বলেন, গত পনেরো বছরে চাটখিল সোনাইমুড়ীতে কোটি কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। আগামীতে বাংলাদেশ আওয়ামীলীগ আবারো ও ক্ষমতায় আসলে আরও ব্যপক উন্নয়নের ধারা অব্যহত রাখবেন বলে জানান। কথা গুলো বলেছেন চাটখিল পৌর শহর আজিজ সুপার মার্কেট বিকেলে গনসংযোগ শেষে জনগণের উদ্দেশ্য এমন মন্তব্য করেন।


তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি (চাটখিল- সোনাইমুড়ি) আসন হতে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে চাই। আমাকে যদি মনোনয়ন না ও দেওয়া হয়, যাকে  নৌকার মনোনয়ন দিয়ে পাঠাবেন, আমি তার পক্ষে কাজ করব। আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। 


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর শহরে ২৬ জুলাই (বুধবার) বিকেলে চাটখিল পৌরসভার আজিজ সুপার মার্কেটে শহীদ মিনারে সামনে চাটখিল কলেজের  সাবেক ভিপি ও  বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহাজাহান খান বাবুল। 


আরও বক্তব্য রাখেন, সাবেক পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা, সাবেক পৌরসভার প্যানেল মেয়র আহসান হাবিব সমির, রিয়াজ খান প্রমূখ। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024