বাউয়েট আইন ও বিচার বিভাগের ৩য় ও ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের কারিকুলামের অংশ হিসেবে নাটোর জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছে। 


বাউয়েট আইন ও বিচার বিভাগের ৩য় ও ৪র্থ ব্যাচের শিক্ষার্থীরা জেলা ও দায়রা জজ আদালত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, নাটোর সদর, গুরুদাসপুর ও সিংড়া আদালত এর বিচারিক কার্যক্রম সরেজমিনে দেখার সুযোগ হয়েছে। 


এছাড়া জেলা বার লাইব্রেরি এবং নকল শাখা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্টগণ বিভাগের কর্মকতার্গণ শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা প্রদান করেন। 


উক্ত কোর্ট পরিদর্শনে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের প্রভাষক মোতাসিম বিল্লাহ এবং প্রভাষক মোছাঃ ফারজানা হোসেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024