কক্সবাজার শহরের সিটি কলেজ কেন্দ্রে প্রক্সি দিতে গিয়ে শাহাদত হোসেন নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমা। এসময় তাকে ১ বছর কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়।


বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার সিটি কলেজের পরীক্ষার হল থেকে বিএ (২য় বর্ষ) মূল পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় তাকে আটক করা হয়।



আটক শাহাদত হোসেন মহেশখালী উপজেলাধীন কালারমারছড়া ইউনিয়নের ফজলুল করিমের ছেলে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমা জানান, প্রক্সি দেওয়ার অপরাধে ওই ভুয়া পরীক্ষার্থীকে ১৯৯২ সালের পাবলিক পরীক্ষা আইনের ৩ (খ) ধারায় দণ্ডাদেশ দেওয়া হয়েছে।


এর আগে, ২৩ জুলাই একই কেন্দ্র থেকে আরও ৩ ভুয়া পরীক্ষার্থীকে আটক করে শাস্তি দেওয়া হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024