|
Date: 2023-07-27 10:52:44 |
বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য প্রত্যেকটি উপজেলায় সাহিত্য মেলার অংশ হিসেবে ঈশ্বরগঞ্জে দুই দিনব্যাপি সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার দুই দিনব্যাপি সাহিত্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন। সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান।
মেলায় প্রবন্ধপাঠ ও আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন কবি সোহরাব পাশা, নাজমা মমতাজ,আলম মাহবুব, সহকারী অধ্যাপক সহীদুর রহমান, দীপু মোহাম্মদ প্রমুখ। বই মেলা ও কবিতা পাঠের মাধ্যমে শেষ হবে আজ এই সাহিত্য মেলা।
© Deshchitro 2024